ডিজিটাল নির্বাসন
তোমার মুখ এখন পিক্সেলের মোজাইক,স্ক্রিনের ভেতর জমে থাকা আলোর কণা;আমি তোমাকে ছুঁতে পারি না—শুধু স্ক্রল করিঅসংখ্য মুহূর্তের ভেতর দিয়ে, যেগুলো […]
তোমার মুখ এখন পিক্সেলের মোজাইক,স্ক্রিনের ভেতর জমে থাকা আলোর কণা;আমি তোমাকে ছুঁতে পারি না—শুধু স্ক্রল করিঅসংখ্য মুহূর্তের ভেতর দিয়ে, যেগুলো […]
তোমার কণ্ঠে ছিল পোড়া কাঠকয়লার সুর,বৃষ্টিহীন মেঘের যে নীরব যাত্রাআমার পাঁজরে জমে থাকা ধুলোর স্তর—সেখানে তুমি এক অমাবস্যার জানালা। আমি
তোমার চোখে দেখি ট্রাফিক সিগনালের লাল আলো,যে আলো থামায় না কাউকে—শুধু জ্বলে থাকে;রাস্তার ফাটলে জমে থাকা বৃষ্টির জলআমাদের প্রতিফলন ধরে
তোমার চোখে ছিল ধানসিঁড়ি নদীর কুয়াশা,নভেম্বরের ঘাসে শিশিরের নীল স্বপ্ন;আমি এসেছিলাম হাজার বছরের অন্ধকার পেরিয়েতোমার হৃদয়ের ভোরের দিকে—যেখানে শালিখের ডানায়